Skip to main content

WBCS Preliminary questions paper 2020 with answers key

200 questions and answer


আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
অক্সিজেন ও গ্লুকোজ।
2) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
ট্যাকোমিটার।
3) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা
বেলুনের সাহায্যে ফুলানো।
4) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের
জন্য লৌহ ।
5) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড
এইকিন।
6) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান
দিয়ে গেছে ।
7) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল
ইঞ্জিনে ।
8) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক
ক্ষেত্র হিসাবে ।
9) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার
নাম ডলি ।
10) গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো
বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
11) গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে ।
12) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না,
কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই ।
13) জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ
এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে ।
14) জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায় (।
15) টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও
পাউডার। )
16) ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে
অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ
17) তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয়
দস্তা (জিঙ্ক)
18) দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়।
19) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার
কারণ আলোর প্রতিসরণ।)
20) পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ ।
21) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি
শুনে। )
22) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫
জুন
23) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে
তৈরি টাংষ্টেন। )
24) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।
25) মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং
26) মাছ অক্সিজেন নেয় জলের মধ্যে দ্রবীভূত
বাতাস হতে।
27) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের
উপর মেলানিন
28) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি
(প্রায়)
29) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান
করে তখন হয় সূর্য গ্রহণ।
30) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ
করতে সাহায্য করে ভিটামিন ‘K’ ।
31) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন
ঘটে দর্পণ।
32) যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়
ইনসুলিন ।
33) রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি
বের হয় গামা রশ্মি।
34) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ
ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা )।
35) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও
মিটার ।
36) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ
সেন্টিমিটারে ১০ নিউটন।
37) সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা
ফ্যাদোমিটার।
38) সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়
সবুজ আলোতে ।
39) সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স
ব্যবহৃত হয় অবতল
40) CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক
গ্যাস (২৫তম বিসিএস)।
41) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে
42) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
লাল করে
43) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর
বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
44) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
45) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? টারটারিক
অ্যাসিড
46) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
চার্লস ব্যাবেজ
47) আপেলে কোন অ্যাসিড থাকে ? সালিক
অ্যাসিড
48) আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
অক্সালিক অ্যাসিড
49) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস
পরিপাক করে ? পেপসিন
50) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
সিলভারের
51) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? কঠিন
অবস্থায়
52) আলকাতরা কী থেকে তৈরী হয় ? কয়লা
53) আলোর গতির আবিস্কারক কে ? এ
মাইকেলসন
54) ইউরোসিল কোথায় থাকে? -RNA তে।
55) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? অগ্নাশয়ে
56) ইন্টারফেরন কি? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো
প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ
ক্ষমতা বাড়ায়
57) ইলেকট্রন কে আবিস্কার করেন ? জন
থম্পসন
58) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে
হয় ? কার্বন
59) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
০.১৫ – ১.৫ %
60) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
মাংশ
61) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
গ্রাফাইট
62) ‘উড স্পিরিট ‘ কী ? মিথাইল এলকোহল
63) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম
কী ? ট্যাকমিটার
64) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? থিও
ফ্রাসটাস
65) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ? Cycas
.
66) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? ফুল
67) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক
অ্যাসিড
68) এটম বোমা কে আবিস্কার করেন ?
অটোহ্যান
69) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি
হয় ? আমাশয়
70) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি
ও দাঁতের অনুপস্থিতি
71) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির
জন্য ? ক্যালসিয়াম অক্্রলিক
72) কচু শাকে কি বেশি থাকে ? লৌহ
73) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে
প্রবাহিত হয় ? পরিবহন পদ্ধতিতে
74) কফিতে কোন উপাদান থাকে ? ক্যাফেইন
75) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
এসকরবিক অ্যাসিড
76) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? বাড়ে
77) কম্পিউটার কে আবিস্কার করেন ? হাওয়ার্ড
এইকিন
78) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ? ৩ টি
79) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
করপিক্রিন
80) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ? বালি
81) কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক
পদক্ষেপ কোনটি?
ইন্টারফেরণ প্রয়োগ
82) কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
সিনকোনা
83) কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উইলিয়াম গে ওয়ালটার
84) কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন
জিন? বেটসন ( ১৯০৮ সালে।
85) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
ত্বকের
86) কোন অধাতু বিত্দুত অপরিবাহী ? গ্রাফাইট
87) কোন উদ্ভিদ আমিষ ডাল
88) কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ
জোড়া দেওয়া হয়?
লাইগেজ।
89) কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা
বলে ? এবি গ্রুপ কে
90) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা
বলে ? ও গ্রুপ
91) কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ? গরুর
92) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
শুশুক .
93) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? তামা
94) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত
দিতে পারে ? পুরুষ
95) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
কঠিন মাধ্যমে
96) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায়
তরল থাকে ? ব্রোমিন
97) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায়
তরল থাকে ? পারদ
98) কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
কালো
99) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
প্লাটিপাস
100) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা
হলো ? পরমানুর প্রোটন সংখ্যা
101) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
নিউক্লিয়াস
102) ক্যালকুলাস কে আবিস্কার করেন ? নিউটন
103) ক্রোমোজোমে কোন কোন মৌলিক
পদার্থ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ
104) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার
।? ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন
105) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
ডলি .
106) ক্লোনিং কত প্রকার? ৩প্রকার । জিন ,
সেল, জীব ক্লোনিং।
107) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
গ্যাসীয় অবস্থায়
108) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে
কোন ভিটামিন ? ভিটামিন-কে ] 109) ক্ষার লাল
লিটমাস পেপারকে কী করে ? নীল করে
110) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ? শুটকি
মাছে
111) খাবার লবনের রাসায়নিক নাম কী ?
সোডিয়াম ক্লোরাইড
112) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
আয়োডিনের অভাবে
113) গ্যাভানাইজিং কী ? লোহার উপর দস্তার
প্রলেপ
114) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান
করা ভালো ? সাদা
115) চাদে কোনো শব্দ করলে শোনা যায় না
কেন ? বাতাস নেই বলে
116) চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম
কী ? অ্যাপোলো -১১
117) চাদের বুকে কে প্রথম অবতরণ করে ? নীল
আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
118) চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ? ২১
জুলাই , ১৯৬৯ সালে
119) চায়ের পাতায় কোন উপাদান থাকে ? থিন
120) চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
মেরু বিন্দুতে
121) জীনের রাসায়নিক গঠন কী ? ডি এন এ
122) জীব RNA কোষে কয় প্রকার? -৩প্রকার
। rRNA, mRNA, tRNA.
123) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে? -
জীন
124) জীব দেহের শক্তির উত্স কী ? খাদ্য
125) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন
প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ? ট্রান্সজেনিক
প্রানী
126) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ?
অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন
প্রকৌশল
127) জীব বিজ্ঞানের জনক কে ? এরিস্টটল .
128) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী
ব্যাবহৃত হয় ফরমালিন
129) জীবাণু বিদ্যার জনক কে ? ভন লিউয়েন হুক
.
130) জীবের বংশ গতির একক কোনটি ? জিন
131) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের
কাঠিন্য
132) টুথপেস্টের প্রধান উপাদান কী ? সাবান ও
পাউডার
133) টেলিভিশন কে আবিস্কার করেন ? জন এল
বেয়ার্ড
134) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
সোডিয়াম মনো গ্লুটামেট
135) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে
প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে
প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে
কি বলে?
মলিকুলার ফার্মিং
136) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে
হয় ? ভিটামিন -বি -২
137) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
ইনসুলিন
138) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান
কত ভাগ মিল পাওয়া যায় ? ৯৯.৯%
139) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
কঠিন কার্বন ডাই অক্সাইড কে
140) তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
কেঁচো .
141) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
কমে
142) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে
প্রবাহিত হয় ? পরিচলন পদ্ধতিতে
143) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
নিকোটিন
144) তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
ব্রোঞ্জ
145) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি
উত্পন্ন হয় ? পিতল
146) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? টারটারিক
অ্যাসিড
147) থাইমিন কোথায় থাকে? ডিএনএ ।
148) দই কি ? দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া
149) দাড়ি গোফ গজায় কোন হরমোনের
কারণে ? টেসটেস্টোরেন হরমোন
150) দিনের আলোতে কাজ করে চোখের কোন
অংশ ? কনস
151) দুধে কোন অ্যাসিড থাকে ? ল্যাকটিক
অ্যাসিড
152) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
ল্যাকটোমিটার
153) দুধের প্রোটিনের নাম কী ? কেজিন
154) দুধের শর্করাকে কী বলে ? ল্যাকটোজ
155) দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য
কোন আলোর ? বেগুনী
156) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য
কোন আলোর ? লাল
157) নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?
ফুয়েল সেল
158) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের
মাধ্যমে ? ধমনীর মাধ্যমে
159) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা
বেশি ? নারীর
160) নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? ১৯৫৮
সালে
161) নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
যুক্তরাষ্টের ফ্লোরিডায়
162) নিউট্রন আবিস্কার করেন কে ?
চ্যোডইউক
163) নিউমোনিয়া রোগ হয় কোথায় ? ফুসফুসে
164) নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার
কোনটি ? ডাল
165) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
নিউট্রন
166) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? প্রোটন
ও নিউট্রন
167) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা
কোনটি ? ইলেকট্রন
168) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা
কোনটি ? প্রোটন
169) পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা
কোনটি ? ইলেকট্রন
170) পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
ওপেন হেমার
171) পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? অভিকর্ষজ
বলের বিপরীদে কাজ করার জন্য
172) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী
কোন ক্রোমোজম ? Y ক্রোমোজম
173) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ? নিউরন
174) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা
কত ? ১১৮টি
175) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?
শূন্য
176) পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী
কোনটি ? বামন চিকা .
177) পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ? সুইফট
বার্ড
178) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? উইরি
গ্যাগারিন (১৯৬১ সালে)
179) পেনিসিলিন কে আবিস্কার করেন ?
আলেকজান্ডার ফ্লেমিং
180) পেসমেকার কে আবিস্কার করেন ?
জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮
সালে
181) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর
সংখ্যা কতটি ? ৭০ টি
182) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
৯২ টি
183) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা
কত ? ৫০ টি
184) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
হীরা
185) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন
কত ? ৭২ বার
186) প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা
কে ? লেডী এ্যাডো অগাস্টা
187) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
মিথেন
188) প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ? কেঁচো .
189) প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয়
কাকে ? মাইটোকন্ড্রিয়া
190) প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন
ভিটামিন ? ভিটামিন-ই
191) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার
কারণ কী ? উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
192) প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
রাদারফোর্ড
193) প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
194) ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক
উষ্ণতা কত ? ৯৮.৪ ডিগ্রী
195) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন
প্রাণী ? মাছ .
196) বংশ গতিবিদ্যার জনক কে ? মেন্ডেল
197) বংশগতির ভৌত ভিত্তি কে?
ক্রোমোজোম
198) বট গাছের আঠায় কোন এমজাইম থাকে?
ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় ।
199) বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ? ৩
টি

Comments

Popular posts from this blog

Railway Group D 2018 All Shifts Questions papers with answers in Bengali and English

Railway Group D 2018 All Shifts Questions papers with answers in Bengali and English Are you a railway job aspirants? Are you searching for railRai group d 2018 all shifts questions papers with answers?? Then you are in right place. In this post we provides 2018 railway group d all shifts question papers, which was the biggest railway recruitment till now..  and in this PDF you will get 1012 pages of questions paper and also in your language.. Click here to download railway group d questions paper with answers You can also read it from here.... Subscribe to our  YouTube channel Join our Facebook group  And like our Facebook page below to get exciting updates.... PDF credit:kolom

Notification for transfer of Diploma in engineering and technology students in West Bengal

Notification regarding transfer of Diploma students A new notification is published by WEST BENGAL STATE NGIL OF TEGHNIGAL & VOGATIONAL EDUGATION & SKILL DEVELOPMENT regarding transfer of colleges. As per notification- transler of diploma students from one Government/Government sponsored polytechnic to another Government/Government sponsored polytechnic, the Council has decided to introduce online system to facilitate submission of transfer prayer by the students. Details of the transfer modalities are furnished below. Online application portal for transfer will be activated in the Council's website, www.webscte.org in the month of February. The application portal will remain active for a period of one month, Transfer will be allowed based on rank in JEXPO/VOCLET and preference of choice of polytechnic. Transfer will be aliowed against remaining vacant seats only. No branch transfer will be allowed. Only registered and regular students will be allow

Clock reasoning math tricks in Bengali

Clock reasoning math tricks in Bengali Clock related reasoning and math is a very important topic for all kind of competitive exam. It is the easiest topic of math. Just follow the 6 foumulla and you can solve any kind of exam related clock. Watch the video for formulas and details. Link of YouTube channel Do like, comments and share and also subscribe if you like the video. Thank you....
Exam. details & study materials