প্রতিষ্ঠাতা ও শেষ সম্রাট**********************
● মোঘল বংশের প্রতিষ্ঠাতা বাবর ।
● মোঘল বংশের শেষ সম্রাট দ্বিতীয বাহাদুর শাহ ।
● মোঘল বংশের শ্রেষ্ঠ সম্রাট আকবর ।
● সেন বংশের প্রতিষ্ঠাতা সামন্ত সেন ।
● সেন বংশের শেষ সম্রাট সূর্য সেন।
● সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট বিজয় সেন।
● গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত ।
● গুপ্ত বংশের শেষ সম্রাট বিজয় গুপ্ত ।
● গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত ।
● লোদী বংশের প্রতিষ্ঠাতা বহলুল লোদী ।
● লোদী বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদী ।
● লোদী বংশের শ্রেষ্ঠ সম্রাট ইব্রাহিম লোদী ।
● সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুকসাতবাহন ।
● সাতবাহন বংশের শেষ সম্রাট যজ্ঞশ্রী সাতকর্ণী ।
● সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাটগৌতমীপুত্র সাতকর্ণী ।
● তুঘলক বংশের প্রতিষ্ঠাতাগিয়াসউদ্দিন তুঘলক ।
● তুঘলক বংশের শেষ সম্রাট নাসিরুদ্দিন মামুদ ।
● তুঘলক বংশের শ্রেষ্ঠ সম্রাট মহম্মদ বিন তুঘলক ।
● পুষ্যভূতি বংশের প্রতিষ্ঠাতা প্রভাকরবর্ধন ।
● পুষ্যভূতি বংশের শেষ সম্রাট হর্ষবর্ধন ।
● পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ সম্রাট হর্ষবর্ধন ।
● সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজিরখাঁ ।
● সৈয়দ বংশের শেষ সম্রাট আলাউদ্দিনআলম শাহ ।
● সৈয়দ বংশের শ্রেষ্ঠ সম্রাট মোবারক শাহ ।
● পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ।
● পাল বংশের শেষ সম্রাট মদন পাল ।
● পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট দেবপাল ।
● খলজি বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি ।
● খলজি বংশের শেষ সম্রাট কুতুবউদ্দিন মোবারক খলজি ।
● খলজি বংশের শ্রেষ্ঠ সম্রাট আলাউদ্দিন খলজি ।
● চোল বংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয়।
● চোল বংশের শেষ সম্রাট কুলতুঙ্গ ।
● চোল বংশের শ্রেষ্ঠ সম্রাট রাজেন্দ্র চোল ।
● দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবক ।
● দাস বংশের শেষ সম্রাট কায়ুর্মাস ।
● দাস বংশের শ্রেষ্ঠ সম্রাট ইলতুৎমিস ।
● পহ্লব বংশের প্রতিষ্ঠাতা সিংহবিষ্ণু ।
● পহ্লব বংশের শেষ সম্রাট অপরাজিত বর্মণ ।
● পহ্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট নরসিংহ বর্মণ ।
● মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্তমৌর্য ।
● মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথ ।
● মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক ।
● চালুক্য বংশের প্রতিষ্ঠাতা প্রমথ পুলকেশী
● চালুক্য বংশের শেষ সম্রাট দ্বিতীয়কীর্তি বর্মণ।
● চালুক্য বংশের শ্রেষ্ঠ সম্রাট দ্বিতীয়পুলকেশী।
● হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার ।
● হর্ষঙ্ক বংশের শেষ সম্রাট নাগদাস ।
● হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ সম্রাট অজাতশত্রু।
● কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কুজুলকদফিসেস ।
● কুষাণ বংশের শেষ সম্রাট বাসুদেব ।
● কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট কনিষ্ক ।
● শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ ।
● শিশুনাগ বংশের শেষ সম্রাট কাকবর্ণ ।
● শিশুনাগ বংশের শ্রেষ্ঠ সম্রাট শিশুনাগ ।
● নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ ।
● নন্দ বংশের শেষ সম্রাট ধননন্দ ।
● নন্দ বংশের শ্রেষ্ঠ সম্রাট ধননন্দ ।
● বাহমনী বংশের প্রতিষ্ঠাতা জাফরখান ।
● বাহমনী বংশের শেষ সম্রাটকলিমউল্লাহ শাহ ।
● বাহমনী বংশের শ্রেষ্ঠ সম্রাট মামুদগাওয়ান ।
(Collected)
Comments
Post a Comment